বিজয় দিবসে পতাকা উড়বে কোন নিয়মেঃদেখবে কি কেউ ?

    0
    192

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ডিসেম্বরঃ  আসছে আগামীকাল শুক্রবার সারা দেশে উদযাপন হবে  মহান বিজয় দিবস। জাতীয় দিবস গুলোতে সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান গুলোতে সূর্য  উদয়ের  সাথে সাথেই জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা রয়েছে। ওই দিন এলাকায় দেখা যায় বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উড়াবে দুরের  কথা অনেক সরকারি প্রতিষ্ঠানেই জাতীয় পতাকা উড়ানো হয় না , ঊড়ালেও নিয়ম বহির্ভুত উড়ানো হয়।

    বেসরকারি প্রতিষ্ঠান গুলোতে পতাকা উড়ানো নানা অনিয়ম  চোখে পড়ে।কেউ লাকড়ীর মাথায়, কেউ দের হাত লাঠির মাথায়, কেউ পিলারে, কেউ উপুড় করে, কেউ কাত  করে, কেউ গাছে ও গাছের ডালে, নিয়মের  প্রতি তোয়াক্কা না করে উড়ানো হয় পতাকা । এর জন্য নেই কোন তদারকি টিম, নেই কোন সুষ্টু ব্যবস্থাপনা।

    দিবস গুলোর একদিন র্পূবে এর জন্য প্রত্যেক শহর গুলোতে প্রশাসনিক র্নিদেশনার সঠিক প্রচারনা ও ব্যবস্থা গ্রহন প্রয়োজন বলে মনে করেন বিজ্ঞ মহল।