বিপুল উৎসাহে সিলেট পিটিআইতে বৃক্ষরোপন কর্মসূচি পালন

    0
    231

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪জুলাইঃ মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয় ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট পিটিআইতে প্রশিক্ষণরত শিক্ষার্থী শিক্ষক, সিলেট পিটিআই সংলগ্স পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক ও পিটিআই এর কর্মকর্তা-কর্মচারীগণ গতকাল দুপুর ১২-১টা পর্যন্ত পিটিআই ক্যম্পাসে প্রায় ৩০০টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপন করা হয়। দুপুর ১২:০১মিনিটে সুপারিনটেনডেন্ট শামীম আরা বেগম একটি নিমচারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন।

    এরপর সহকারী সুপারিনটেনডেন্ট জনাব এ কে এম ইব্রাহিম একটি নিমচারা রোপন করেন। তারপর ২০০ জন শিক্ষার্থী শিক্ষক, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক, পিটিআই এর সকল কর্মকর্তা-কর্মচারীগণ প্রত্যেকে একটি করে গাছের চারা রোপন করেন।

    মহাপরিচালক মহোদয়ের ব্যতিক্রমী ও উদ্ভাবনীমূলক বৃক্ষরোপন কর্মসূচি ঘোষণার ফলে মাত্র এক ঘণ্টায় দেশব্যাপী চার লক্ষাধীক গাছের চারা রোপন করা হলো। ১ঘণ্টায় ৪লক্ষ বৃক্ষরোপন আমার মনে হয় এর আগে আর কোথাও হয়নি।