বিবৃতিদাতা ১৪ জন তাদের বিবৃতির জন্য ক্ষমা

    0
    220

    আমারসিলেট24ডটকম,জানুয়ারী: আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিষয়ে বিবৃতিদাতাদের মধ্যে ১৪ জন মঙ্গলবার তাদের বিবৃতির জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
    যে ১৪ জন ক্ষমা চেয়েছেন, তারা হলেন ড. শাহদীন মালিক, এম হাফিজউদ্দিন খান, সৈয়দা রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, বদিউল আলম মজুমদার, রাশেদা কে চৌধূরী, ইমতিয়াজ আহমেদ, আমেনা মোহসিন, নায়লা খান, শাহনাজ হুদা, জাকির হোসেন, অরূপ রাহী, শাহীন আক্তার ও ইলোরা দেওয়ান।
    গত ১৪ জানুয়ারি বাংলাদেশে বসবাসরত বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে বিবৃতিদাতা ৪৯ জন বিশিষ্ট নাগরিকের কাছে তাদের বিবৃতির বিষয়ে ব্যাখ্যা চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ২৭ জানুয়ারির মধ্যে তাদের নিজে বা আইনজীবীর মাধ্যমে এই ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।