বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে নিহত-১ ও গুরুতর আহত-১

0
167

এমরান আহমদ, বিয়ানীবাজার থেকেঃ ৩ এপ্রিল-২০২৩ রোজ সোমবার দুপুরে বিয়ানীবাজার পৌর শহরে বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দিনমজুরের মৃত্যু ও গুরুতর আহত হয়ে একজন হাসপাতালে চিকিৎসাধীন।
উপজেলার পৌর শহরের কলেজ রোডে বিয়ানীবাজার সরকারী কলেজের বিপরীত পার্শে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বরণকারী ১৭ বছর বয়সী কিশোর মাহফুজ আহমেদ। সে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের পাতারিপাড়া এলাকার জয়নাল উদ্দিনের ছেলে।
গুরুতর আহত আরেক দিনমজুরের নাম আব্দুল হালিম। তিনি বিয়ানীবাজার উপজেলার মাটিকাটা গ্রামের সোনাহর আলীর ছেলে।

দুর্ঘটনাস্থলে অবস্থানরত মানুষেরা জানান, তারা হঠাৎ বিদ্যুতিক শর্ট সার্কিটের শব্দ শুনে ঘটনাস্থলে আসেন। বিল্ডিংয়ের উপরের দিকে তাকালে দেখতে পান দুজনের শরীর থেকে ধোঁয়া উঠতেছে, কিন্তু সাহস করে কেউ কাছে যেতে পারছিলেন না।

বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে খবর দিলে বিদ্যুৎ বন্ধ করা হয়।পরে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
সেখানে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন এবং আব্দুল হালিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার পরপর বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান মরদেহ ময়না তদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানি হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।