বিশিষ্ট চিকিৎসক প্রগতিশীল ব্যক্তিত্ব ডা. টি আলীর মৃত্যুতে শোক

    0
    249

    আমারসিলেট24ডটকম,০১জুনঃ বিশিষ্ট চিকিৎসক প্রগতিশীল ব্যক্তিত্ব ডা. টি আলীর মৃত্যুতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এম এ করিম ও সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) এম জাহাঙ্গীর হোসাইন এক যুক্ত বিবৃতি গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন ডা. তৈয়ব আলী যিনি ডা. টি আলী নামে পরিচিত তিনি আমৃত্যু এদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষের মুক্তির ভাবতেন। ডা. টি আলী হবিগঞ্জ জেলার জলসুখা গ্রামে ১৯২২ সালে জন্ম গ্রহণ করেন। তিনি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন। ” বাংলাদেশের উন্নয়ন ও কৃষি সংস্কার’ নামে তাঁর একটি পুস্তিকা রয়েছে।

    গত শতাব্দীর পঞ্চাশের দশক থেকে মধ্যবর্তী সময় পর্যন্ত তিনি সকল প্রগতিশীল আন্দোলনের দৃঢ সমর্থক এবং কখনো বা সরাসরি অংশগ্রহণ করেন। স্বদেশ চিন্তা সংঘ ২০০৬ সালে তাঁকে ড. আহমদ শরীফ স্মারক পুরস্কারে ভূষিত করে। আজীবন সংগ্রামী, প্রগতিশীল, নীতির প্রতি আপোষহীন ডা. টি আলীর মৃত্যুকে দেশের বর্তমান সংকটজনক পরিস্থিতিতে অপুরণীয় ক্ষতি বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।