বিশ্বনাথে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি

    0
    215

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৯এপ্রিলঃ সিলেটের বিশ্বনাথ সদরে আজ বুধবার দুপুর দুইটায় উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের নেতাকর্মীরা একই সময়ে পাল্টা-পাল্টি মিছিল আহ্বান করায় সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ১৪৪ ধারা জারি করা হয়।

    স্থানিয় সুত্রে জানা গেছে,তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রতিবাদে বিশ্বনাথে আওয়ামী লীগের দুই পক্ষ বুধবার একই সময়ে উপজেলা সদরে পাল্টা-পাল্টি মিছিলের ডাক দেয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ফখরুল ইসলামসহ অন্যান্য নেতাদের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার দুপুর ২টায় উপজেলা সদরে মিছিলের ডাক দেয় বিশ্বনাথ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশের নেতারা।

    এদিকে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর অনুসারি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারসহ অন্যান্য নেতাদের ওপর তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলার প্রতিবাদে বুধবার দুপুর ২টায় উপজেলা সদরের নতুন বাজারস্থ আরামবাগ ব্লক সেচ্ছাসেবকলীগ-যুবলীগ-ছাত্রলীগের উদ্যোগে মিছিলের ডাক দেয়। এতে উপজেলা সদরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার রাতে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

     ১৪৪ ধারার সত্যতা স্বীকার করে ইউএনও অমিতাভ পরাগ তালুকদার  সুত্রে জানা যায়, উপজেলা সদরের পুরানবাজার ও নতুনবাজারের আশপাশ এলাকায় পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।