বৃটেন প্রবাসীদের উদ্যোগে লন্ডনে আসুক স্মরনে নাগরিক শোকসভা

    0
    228

    আমারসিলেট24ডটকম,১০ডিসেম্বর,সিতাব আলী: মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান, জুড়ী টিএন খনম ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক ছাত্রনেতা ৭১ এর বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব এম এ মুমিত আসুক স্মরণে গত ৮ই ডিসেম্বর সোমবার রাত ১ ঘটিকায় বৃটেনের বাংলাদেশ কমিউনিটি ইন ইউকে’র উদ্যোগে বৃস্টলের স্পাইস লাউঞ্জ রেস্টুরেন্টে এক নাগরিক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    ডেইলি সিলেট ও সাপ্তাহিক মৌমাছি কণ্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি ও দৈনিক মৌলভীবাজার ডট কমের সম্পাদক ইউকে বাংলা টিভির ওয়েলস এম্বেসেডর মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা বৃটেনের কমিউনিটি লিডার মকিস মনসুর আহমদ এর সভাপতিত্বে এবং বড়লেখা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নিউপোর্ট যুবলীগের সেক্রেটারী যুবনেতা ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত নাগরিক শোকসভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন নিউপোর্ট আওয়ামীলীগ সভাপতি শেখ মো: তাহির উল্ল্যাহ ও বৃস্টল আওয়ামীলীগের সভাপতি ৭১ এর বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী, বৃস্টল আওয়ামীলীগের সেক্রেটারী আবুল হোসেন ওয়াদুধ, গ্রেটার সিলেট কাউন্সিল ওয়েলসের চেয়ারপার্সন আলহাজ্ব লিয়াকত আলী, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইউকে’র বৃস্টলের কনভেনার একেএম শামসুজ্জামান বাহার ও জেনারেল সেক্রেটারী ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিঙকন, সংগঠনের কার্ডিফের কনভেনার আলহাজ্ব আসাদ মিয়া ও কার্ডিফের সেক্রেটারী জহির উদ্দিন আলী, সংগঠনের নিউপোর্ট শাখার সেক্রেটারী এম এ রউফ, নিউপোর্ট যুবলীগ সভাপতি মুহিবুর রহমান মুহিব, জয়েন্ট সেক্রেটারী আনহার মিয়া, জয়েন্ট সেক্রেটারী রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সিতাব আলী, সাবেক ছাত্রনেতা আমিনুর রহমান কাবিদ, কুলাউড়া প্রবাসী শওকত আলম চৌধুরী কপিল, এম এ জলিল, জহির আহমদ চৌধুরী আহবাব ও বৃস্টল যুবলীগ সেক্রেটারী মাহমুদ হোসেন রানা।

    অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন মৌলভীবাজার জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মো: বাবুল আহমদ, সাবেক ভিপি রফিকুল ইসলাম পাটওয়ারী, অনন্ত রায়, সাংবাদিক কবির আলী, মোস্তফা মশি, আব্দুল আজিজ জাক, হাবিব মহসিন, বদরুল হোসেন, যুগ্মরাজ্য ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল মনসুর, সুজিদ দাশ, এম আর ইসলাম, জাকারিয়া হোসেন প্রমুখ।

    শোক সভায় শুরুতেই দোয়া ও কোরআন তেলাওয়াত করেন আনহার মিয়া ও স্বাগত জানান যুবনেতা রুহুল আমিন।

    সভাপতির বক্তব্যে মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা কমিউনিটি লিডার মকিস মনসুর আহমদ মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন তিনি ছিলেন একজন সত্যিকার দেশপ্রেমিক ও জনদরদী রাজনীতিবিদ। তার মৃত্যুতে শুধু জুড়ি ও মৌলভীবাজার জেলাবাসী নয় বাঙ্গালী জাতির অপূরনীয় ক্ষতি হয়েছে।

    শোক সভার অন্যতম আয়োজক বড়লেখা জুড়ির সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম বলেন আমাদের নেতা মুক্তিযোদ্ধা আসু ভাই শুধু একজন সমাজসেবক নয় তিনি একজন শিক্ষানুরাগী ছিলেন বলেই নিজ উদ্যোগে জুড়ি কলেজসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে গেছেন।

    প্রধান অতিথি’র বক্তব্যে কমিউনিটি লিডার শেখ তাহির উল্ল্যাহ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

    মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী বলেন আমার সহযোদ্ধা আসুক মাতৃভুমির টানে জীবন বাজি রেখে বাংলাদেশ স্বাধীন করেছেন।

    সাবেক ছাত্রনেতা আবুল হোসেন ওয়াদুদ ও জিএসসির চেয়ারপার্সন লিয়াকত আলী বলেন এম এম মুমিত আসুক আমৃত্যু দেশ ও মানুষের কল্যানে রাজনীতি করে গেছেন।