বেনাপোলে সীমান্তে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশি আহত

    0
    204

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩মার্চ,এম ওসমানঃ যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)’র হাতে নির্যাতনের শিকার রফিকুল ইসলাম (২৭) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

    শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ৯টায় ভারত সীমান্তবর্তী গ্রাম পুটখালীর বিপরীতে ভারতীয় ইছামতি নদীর পাড় থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    আহত রফিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রামের রমজান আলীর ছেলে।

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার সামছুর রহমান জানায়, ওই গরু ব্যবসায়ী বৃহস্পতিবার রাতে গরু আনার জন্য ইছামতি নদীর ধারে অপেক্ষা করছিল। এ সময় সেখানে টহলরত বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে গুরুতর জখম করে ইছামতি নদীর ধারে ফেলে রেখে যায়।

    সকালে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাকে নদীর ধারে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনের সহযোগীতায় উদ্ধার করে যশোর হাসপাতালে পাঠিয়ে দেয়।

    অধিনায়ক লে.কর্ণেল আব্দুর রহিম বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।