বেনাপোলে ১ কোটি ৪১ লক্ষ টাকার চোরাচালানি পণ্য জব্দ

    0
    173

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫নভেম্বর,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল-যশোর মহাসড়কের বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ১কোটি ৪১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় রক্ত চন্দন কাঠ ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

    শুক্রবার এসএ পরিবহনের একটি কাভার্ডভ্যান তল্লাশী করে যশোর- ২৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এসব পণ্য জব্দ করেন। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

    জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, ১ কোটি ১৮লাখ ৭৭ হাজার ৫০০ টাকা মূল্যের ২৩৭ কেজি ভারতীয় রক্ত চন্দন কাঠ, ১৯ লাখ ৭৩ হাজার ৯২০ টাকা মূল্যের ১৮৯ কেজি ভারতীয় কনডম এবং ১ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের ২৫০টি সার্জিকেল পণ্য।

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর-২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত পণ্যগুলো এসএ পরিবহনের বেনাপোল কাউন্টার থেকে লোড করা হয়েছিল। জব্দকৃত পণ্যগুলো কাস্টমসের আটক শাখায় জমা দেয়া হয়েছে বলে জানান তিনি।