বোরকা ও নেকাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে অস্ট্রেলিয়া

    0
    310

    আমারসিলেট24ডটকম,২০অক্টোবরঃ মুসলিম মহিলাদের বোরকা ও নেকাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। প্রধানমন্ত্রী টনি আবোটের হস্তক্ষেপে দেশটির পার্লামেন্ট এ সিদ্ধান্ত গ্রহণ করে।

    এর আগে চলতি মাসের ২ তারিখে পার্লামেন্ট হাউসের উন্মুক্ত পাবলিক গ্যালারিতে বোরকা পরিহিতদের প্রবেশের ওপর এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।

    অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসের কর্তৃপক্ষ গত ২ অক্টোবর আকস্মিকভাবে ঘোষণা দেয় যে, বোরকা ও নেকাব পরিহিত কাউকে পার্লামেন্টের সিনেট বা প্রতিনিধি হাউসের উন্মুক্ত পাবলিক গ্যালারিতে আর ঢুকতে দেয়া হবে না।

    ঘোষণায় আরো বলা হয়েছিল, ঢুকতে হলে সেখানকার সামনের দরজায় স্থাপিত সিকিউরিটি চেক পয়েন্টে নেকাব সাময়িকভাবে সরিয়ে ফেলা হবে। নিষেধাজ্ঞা রয়েছে এমন কেউ সেখানে ঢুকছে কিনা বা তারা যাতে নিরাপত্তার প্রতি হুমকি রয়েছে এমন কাউকে জানতে বা আবিষ্কার করতে পারে সে জন্যই এই সিদ্ধান্ত।

    পার্লামেন্টের গত দুই সপ্তাহের অধিবেশনের শেষ কর্মদিবস শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এমন ঘোষণা দেয়া হয়েছিল।

    পরবর্তী সময়ে টনি আবোট জানিয়েছিলেন যে, নিষেধাজ্ঞার পরিকল্পনা সম্পর্কে তাকে আগেভাগে জানানো হয়নি এবং তিনি পার্লামেন্টের স্পিকারকে ব্রন উয়িন বিশপকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেছেন।সুত্রঃদ্য হিন্দু।