বড়লেখায় নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহণের বাস খাদে

    0
    304

    হাবিবুর রহমান খানঃ মৌলভীবাজারের বড়লেখায় যাত্রীবাহী এনা ট্রান্সপোর্ট ঢাকা-বিয়ানীবাজার গামী একটি বাস নিয়ন্ত্রণ হারীয়ে বাসটি পরিত্যক্ত ভূমিতে পতিত হয়।

    মঙ্গলবার ( ২রা অক্টোবর) রাত একটার দিকে ঢাকা-বড়লেখা মহাসড়কের রতুলী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    এ ঘটনায় তেমন কোন বড় ধরণের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ৪/৫ যাত্রী কিছুটা জখমের খবর পাওয়া গেছে। তবে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিরাপদে বাড়ি ফিরেছেন।

    সংশ্লিষ্ট সুত্রে জানাযায় ঢাকা থেকে বিকেল ৪ টায় ছেড়ে আসা বিয়ানীবাজার গামী এনা পরিবহণের বাসটি বড়লেখার রতুলী রেলক্রসিং এলাকায় আসলে ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পার্শে পরিত্যক্ত ভূমিতে পতিত হয়।

    উল্লেখ্য শুধু এনা পরিবহণ নয় প্রায় সময় এই জায়গায় রেললাইনের উপর দিয়ে যাওয়া রাস্তাটি পুরো বাকা হওয়ার ফলে দূরপাল্লা গাড়ির ড্রাইভারদের মনে থাকেনা আর স্পিড থাকলে সাথে সাথে পাশে পরিত্যক্ত জায়গায় পড়ে গাড়ি উলটে যায়। এখানে সিএনজি, টেম্পো, কাভার্ড ভ্যান, বাস ট্রাক সহ সব ধরণের গাড়ি দুর্ঘটনার শিকার হয়।