বড়লেখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

0
324

আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধিঃ বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ১১ঘটিকায় পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার হল রুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ মাওলানা মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদরাসার সহকারী অধ্যাপক (ইতিহাস) মিজানুর রহমান,বাংলা প্রভাষক মোঃ মনিরুজ্জামান, ইংরেজী প্রভাষক আমিনুর রহমান,
আরবী প্রভাষক মোঃ আব্দুন নূর, আরবী প্রভাষক মুহাম্মদ জাকারিয়া, সহকারী শিক্ষক (গণিত) জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ আব্দুস ছামাদ আকন্দ, সহকারী মৌলভী মোঃ জাহেদুর রহমান, সহকারী মৌলভী মোঃ আশিকুর রহমান, ইবতেদায়ী প্রধান মাওলানা হারুনুর রশিদ, মাস্টার ফয়জুল হক, কারী মোঃ ছফির উদ্দিন, মাষ্টার আব্দুল মোতালেব, প্রমুখ।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আরবী প্রভাষক মুহাম্মদ জাকারিয়া,
পরে মাদ্রাসা প্রাঙ্গনে ফলদ গাছের চারা রোপন করা হয়।