ভারতের মদ পানে এক পরিবারের চার জনসহ ১০জনের মৃত্যু

    0
    405

    ভারতের উত্তর প্রদেশে ভেজাল মদ পানে এক পরিবারের চার জনসহ ১০ জনের মৃত্যু হয়েছে। আরো কয়েকজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে রাজ্যের বারাবংকি জেলার রামনগরে এ ঘটনা ঘটে।

    ২০১৮ সালেও ভেজাল মদ পানে এ জেলায় নয় জনের মৃত্যু হয়। ভারতে ভেজাল ও বিষাক্ত মদ খেয়ে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। প্রতি বছরই মদ খেয়ে বহু মানুষের মৃত্যু ঘটে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আতিদ্যনাথ ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

    পুলিশ জানিয়েছে, সোমবার রাতে রামনগর এলাকায় শুল্ক বিভাগ অনুমোদিত একটি দোকান থেকে কেনা দেশি মদ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। দ্রুত তাদের রামনগর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে ১০ জন মারা যান।

    পুলিশ আরও জানায়, বাকীদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বারাবংকি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই রাণীগঞ্জ ও এর আশপাশের গ্রামের বাসিন্দা।পার্সটুডে