ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে শিশুসহ আটক ১০

    0
    260

    আমারসিলেট24ডটকম,নভেম্বর,এম,ওসমান: যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় রবিবার রাতে শিশুসহ ১০ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সদস্যরা। তবে কোনো দালালকে আটক করতে পারেননি তারা।

    আটককৃতরা হয়েছেন, নড়াইলের নহর বিশ্বাসের মেয়ে নাসরিন বিশ্বাস (২৫), যশোরের গৌতমের স্ত্রী তপতি বিশ্বাস (৩৫) ও শিশু রাজেশ (১০), পিরোজপুরের ওসমান মুন্সীর ছেলে মোহাম্মদ আলী (১৯), নোয়াখালীর ইসহাকের ছেলে মহিন (২০), মাদারীপুরের নাদিম হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (২২), নওগাঁর আনসারের ছেলে হাফিজুর রহমান (২৬), শেরপুরের শফিউদ্দিনের ছেলে আনসার (২৮), রাজবাড়ীর মোজাহার শেখের ছেলে ইসরাফিল শেখ (২৭) এবং শরীয়তপুরের আব্দুল মজিদের ছেলে পলাশ (১৯)।

    খুলনা ২৩ বিজিবি’র পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার শামছুর রহমান জানান, পুটখালী সীমান্তে পাচারকারীরা একদল নারী-পুরুষকে অবৈধ পথে ভারতে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের চরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পাচারকারী দালালচক্র বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

    আটক সবাইকে বেনাপোল পোর্ট থানায় হন্তান্তর করা হয়েছে।