মসজিদ আল-আকসার ক্ষতি জর্ডান মেনে নিবে না

    0
    195

    আমারসিলেট24ডটকম,নভেম্বরঃ পবিত্র মসজিদ আল-আকসার ক্ষতি জর্ডান মেনে নিবে না বলে জানিয়েছেন দেশটির বাদশাহ আব্দুল্লাহ।
    অপরদিকে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদের স্থিতিশীলতা রক্ষায় ইসরাইল নীতির পরিবর্তন করবে না বলে জানিয়েছে।
    বৃহস্পতিবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফোনে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহকে এ বিষয়ে আশ্বস্ত করেন।
    ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, “জর্ডানের বাদশাহ আব্দুল্লাহকে ফোন দিয়েছেন নিয়াহু। নিয়াহু জেরুজালেমের পবিত্রতা রক্ষায় জর্ডানকে আশ্বস্ত করেছেন।’’
    সম্প্রতি আল-আকসা ইস্যুতে দেশে ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কড়া সমালোচনার মুখে পড়েছেন নিয়াহু।
    ফোনে বাদশাহ আব্দুল্লাহ বলেন, “পবিত্র আল-আকসা মসজিদের কোনো ক্ষতি হলে তা মেনে নিবে না জর্ডান।’’ আল-আকসা মসজিদ এলাকায় ইসরাইলি পুলিশের অভিযানের প্রতিবাদে বুধবার ইসরাইলি দূতকে তলব করেছে জর্ডান।সুত্রঃআল-জাজিরা।