মাধুরী “দেড় ইশকিয়া”তে বেগম চরিত্রে অভিনয় করবেন

    0
    246

    আমারসিলেট 24ডটকম,০৬অক্টোবর:মাধুরী দীক্ষিতের কথা চিন্তা করেই “দেড় ইশকিয়া” সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে বলে জানালেন সিনেমার নির্মাতা অভিষেক। “দেড় ইশকিয়া” হল ২০১০ সালে মুক্তি পাওয়া “ইশকিয়া” সিনেমার সিকুয়েল। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন মাধুরী দীক্ষিত, আরশাদ ওয়ার্সি, নাসিরুদ্দিন শাহ এবং হুমা কুরেশি প্রনুখ।বিদ্যা বালান ২০১০ সালে মুক্তি পাওয়া ‘ইশকিয়া’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। এই সিনেমার জন্য তিনি সে বছর কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার ও পেয়েছিলেন ।

    মাধুরী “দেড় ইশকিয়া”তে বেগম চরিত্রে অভিনয় করবেন ।তার নির্মাতারা জানালেন, চরিত্রটি লেখার সময় একমাত্র মাধুরীর কথা ভেবেই এর নির্মান করেছে  তারা। আমেরিকা থেকে ফিরে ভারতে বসত গড়ার পর থেকে সবসময়ই মাধুরীর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন নির্মাতা বিশাল ভরদ্বাজ।“দেড় ইশকিয়া”র পরিচালক অভিষেক চওবে বলেন, চরিত্রটি মুলত মাধুরীর জন্যই লেখা হয়েছিল । মাধুরী অভিনয় করবেন বেগমের ভূমিকায়। বিদ্যার চরিত্রটি এমনভাবে শেষ হয়েছে, যা নতুন করে চালিয়ে যাওয়ার মতো  আর কিছু নেই। তাই “দেড় ইশকিয়া”তে বিদ্যাকে রাখার কোনো সুযোগ ছিল না।বিদ্যা না থাকলেও নিজেদের পুরনো চরিত্রে ফিরছেন  আরশাদ ওয়ার্সি এবং নাসিরুদ্দিন শাহ। নির্মিত “দেড় ইশকিয়া” মুক্তি পাবে ২০১৪ সালের ৩১ জানুয়ারিতে।