মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সিলেট এয়ারপোর্ট থানার আহবায়ক কমিটি

    0
    177

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ফেব্রুয়ারী গতকাল সোমবার বিকাল ৫ ঘটিকার সময় আম্বরখানাস্থ অস্থায়ী কার্যালয়ে এযারপোর্ট থানার মোঃ গোলাম কিবরিয়া পিনু আহবায়ক ও মোঃ মামুন আহমকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন সিলেট জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মী লীগের সভাপতি এম.এম জাকারিয়ার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.সোহেল আহমদ।

    কমিটির মধ্যে অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক বুলবুল আহমেদ রুবেল, আব্দুল মালেক সাহেদ, লুৎফুর রহমান লিটন, আবু সুফিয়ান চৌধুরী, কামরান আহমদ পিন্টু, সৌরভ, আব্দুল হামিদ, সদস্য ইমাম হাছনাথ (শিপলু), আরিফ হাছান, আজমল হোসাইন, শাহ শোয়েব জামাল আহমেদ, জাবেদুল হুসেইন আহমেদ, মৌলভী শহিদুল ইসলাম, সৈয়দ আশিকুল হক, লিয়াকত আলী, কামরান কামালি, সোভন শেখ, এমদাদ, আইউব হাসান, ফয়সল আহমদ, রায়হান আহমেদ, মোঃ জিলানি রনি, তায়িবুর রহমান, জিয়া তারেক চৌধুরী, মোঃ শাহিন মিয়া, মোঃ বাবুলম মতিন খা, মোঃ ফতেনুর রহমান, লিটন মিয়া, শেখ মোঃ আব্দুস সামাদ, মোঃ মাফুজুর রহমান, সানি, মোঃ বেলাল খান, মোঃ গোলাম শাহরিয়ার, মোঃ গোলাম কিবরিয়া মিঠু, আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল মুহিত শিমুল, আব্দুল করীম কালা মিয়া, মোঃ সাজিব, মোঃ হোসেন।

    কমিটি অনুমোদনকালে নেতৃবৃন্দের উদ্যেশে সভাপতি এম.এম জাকারিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম সোহেল আহমদ তাদের বক্তব্যে বলেন, মানুষ হত্যার নিন্দা ও জানানো হয় এবং ২০ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ গ্রহনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। স্বাধীনতা রক্ষার জন্য বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নিরলশভাবে কাজ করে যাচ্ছে।