মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোনো যাত্রী বহনে নিষেধাজ্ঞা

    0
    221

    আমারসিলেট24ডটকম,২২জানুয়ারীঃ নাশকতা ঠেকাতে মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোনো যাত্রী বা সঙ্গী বহনে নিষেধাজ্ঞা করেছে সরকার। আজ বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এক আদেশে এ নিষেধাজ্ঞার বিষয়টি সংবাদ মাধ্যমে জানানো হয়।
    আদেশে বলা হয়, নাশকতা ও সহিংসতা রোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১৯৮৩ সালের মোটর ভেহিকেলস অধ্যাদেশ এর ৮৮ ধারার ক্ষমতাবলে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সরকার সারাদেশে মোটর সাইকেলে চালক ব্যতিত অন্য কোনো যাত্রী বা সঙ্গী বহন নিষিদ্ধ করল। দেশে অবরোধের মধ্যে মোটরসাইকেল ব্যবহার করে নাশকতার প্রেক্ষাপটে ২ চাকার এ বাহনে চালক ছাড়া অন্য কোনো যাত্রী বা সঙ্গী বহন করা যাবে না।

    এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত একাধিক ব্যক্তি মোটরসাইকেলে চড়তে পারবেন না। সাম্প্রতিককালে কিছু দুর্বৃত্ত মোটর সাইকেল ব্যবহার করে বিভিন্ন যানবাহনে বোমা হামলাসহ ব্যাপক সহিংসত ও নাশকতা চালাচ্ছে। ফলে এ নাশকতা পরিহার করতে সরকার এ ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।