মৌলভীবাজারে উৎসবের আমেজে স্বরস্বতী পূজা

    0
    188

    আমারসিলেট24ডটকম,২৫জানুয়ারী,মোহাম্মাদ আলী হোসেন রাজন: হরতাল আর অবরোধের মাঝেও মৌলভীবাজারে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দেবস্থলী ও পাড়া- মহল্লার পূজো মন্ডপে মহা ধুমধামে চলছে বিদ্যা দেবী স্বরস্বতীর পূজার্চ্চনা। শিক্ষার্থীসহ বিদ্যোৎসাহী সকল মানুষের মনে উৎসবের আমেজ।

    সনাতন ধর্মের ২য় বৃহত্তম ধর্মীয় উৎসবের আনন্দ উপভোগ করতে সকাল থেকেই ভক্তদের ভীড় জমেছে শহরের পূজো পাড়ায়। বর্নিল সাজে সেজেছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মন্দির ও পাড়ার পূজো মন্ডপগুলো। ভক্তরা জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করতে স্বরস্বতীর চরনে পুষ্পাঞ্জলি অর্পন করতে ব্যস্ত সবাই।

    ছোট্ট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই যোগদেন এই উৎসবে। ডাক-ঢোলের বাজনা আর শংকখ- উলু ধ্বনীতে মুখোর প্রতিটি পূজা মন্ডপ। জেলার প্রায় দুই হাজার শিক্ষা-প্রতিষ্ঠান,মন্দির, দেবস্থলী, সংঘসহ পাড়া-মহল্লায় উৎসবের আমেজে আয়োজন করা হয়েছে বিদ্যাদেবী স্বরস্বতীর পূজা।

    ছাত্র-ছাত্রীরা তাই মায়ের কাছে বিদ্যা দানের বর চেয়ে প্রার্থনা করছেন। হরতাল আর অবরোধ উপেক্ষা করে ভক্তরা প্রতিমা দর্শনের জন্য বের হয়েছেন মন্ডবে মন্ডবে।