মৌলভীবাজারে চা শ্রমিক ও নৃ-তাত্ত্বিক নারী ধর্ষণের ঘটনায় মানববন্ধন

    0
    221

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫জুন,আলী হোসেন রাজনঃ মৌলভীবাজারে চা শ্রমিক ও নৃ-তাত্ত্বিক নারী ধর্ষণের ঘটনায় মানববন্ধন পালন করেছে চা জনগোষ্ঠী নারী ফোরাম, চা জনগোষ্ঠী আদিবাসী ফোরামসহ বিভিন্ন সংগঠন। মানববন্ধনে চা শ্রমিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

    বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে দলিত ও বি ত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের জেলা সভাপতি সুনীল কুমার মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহীন হোসেন প্রিন্স, দলিত ও বি ত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক পরিমল সিং বাড়ই, কমিউনিস্ট পার্টি জেলা সাধারণ সম্পাদক এড. নীলিমেষ ঘোষ বলু প্রমুখ।

    মানববন্ধন শেষে মৌলভীবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
    এসময় বক্তারা চা বাগানে নারী ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এসব ঘটনার পর পুলিশ ধর্ষণের মামলা নিতে কালক্ষেপণ করে। চা শ্রমিক জনগোষ্ঠী যাতে সম্ভ্রম নিয়ে সম্মানের সাথে বসবাস করতে পারে সেদিকে দৃষ্টি দিতে সরকারের প্রতি দাবি জানান বক্তারা।