মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট,বিপাকে স্নাতক পরিক্ষার্থীরা !

    0
    187

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬জানুয়ারী,হৃদয় দাশ শুভঃ  বিজিবি কর্তৃক হামলার প্রতিবাদে পরিবহন মালিক শ্রমিকদের আহূত পরিবহন  ধর্মঘটের কারনে বিপাকে পড়ছেন জেলার কয়েক হাজার স্নাতক (সন্মান) ২য় বর্ষের পরীক্ষার্থীরা৷
    জেলার বিভিন্ন কলেজে অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক যানবাহন সংকটের আশঙ্কা করছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা ৷

    ভুক্তভোগী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়,তারা পরীক্ষা দিতে পারবে কি-না এব্যাপারে এখনও সন্দিহান ৷ পরীক্ষার্থী টুম্পা বিশ্বাস আমার সিলেট টুয়েন্টিফোরকে বলেন “প্রাইভেট কার ভাড়া করার চেষ্টা করেছি,  সিএনজিকে বলেছি কিন্ত তারা কেউ যেতে রাজি হয়নি “৷

    আরেক পরীক্ষার্থী রাহাত খান কান্না জড়িত কণ্ঠে জানান “কোন উপায় না পেলে আমার হয়তো পরীক্ষা দেওয়াই হবে না”৷

    এ ব্যাপারে জরুরী হিসেবে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সু দৃষ্টি কামনা করেছেন দেশের ভবিষ্যৎ কর্নধার পরীক্ষার্থী ছাত্রদের অবিভাবকবৃন্দ।
    অপরদিকে স্থানীয় প্রশাসনের উর্দ্ধতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন “আমাদের হাত পা বাধা, আমাদের করার কিছুই নেই”৷

    উল্লেখ্য, ইতিমধ্যে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির ডাকা ধর্মঘট আগামি ১৪ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছে কর্তৃপক্ষ।