মৌলভীবাজার অগ্নিকান্ডে মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির কাজ শুরু

    0
    239

    আলী হোসেন রাজন,মৌলভীবাজারঃ  ভয়াবহ অগ্নিকা-ের একই পরিবারে ৫ জন আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ২য় দিনের মতো দূর্ঘটনা স্থল এম সাইফুর রহমান সড়কের পিংকি সু ষ্টোর দোকান এলাকা পুলিশ ঘিরে রেখেছে।
    এদিকে জেলা প্রশাসনের তদন্ত কমিটির মেয়াদ ৩ দিন থেকে বাড়িয়ে ৭ দিন করা হয়েছে। পাশাপাশি মৌলভীবাজার পৌরসভাও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করেছে। উভয় তদন্ত কমিটি আগামী সাত কার্য দিবসের মধ্যে দুর্ঘটনা সংঘঠিত হওয়ার কারণ ও পরবর্তীতে এধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে মতামত ও সুপারিশ দাখিলের জন্য জানানো হয়।
    জেলা প্রশাসনের পক্ষে গঠিত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানাকে এবং পৌরসভা কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে পৌর কাউন্সিলর জালাল আহমদকে। তদন্ত কমিটি দু’টি কাজ শুরু করেছে।
    উল্লেখ্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল থেকে অগ্নিকান্ডে নিহত ৫ জনের লাশ পুলিশ পরিবারের কাছে হস্থান্তর করে। পরে রাতে শহরের সৈয়ারপুরস্থ শ্মশান ঘাটে তাদের মৃতদেহ দাহ্য করা হয়।