মৌলভীবাজার জুড়ে হাতি দিয়ে চাঁদাবাজি ! পর্যটকরা ভীতিতে

    0
    240
    হৃদয় দাশ শুভ,নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের জেলার বিভিন্ন সড়কে হাতি দিয়ে চলছে চাঁদাবাজি। তরুণ মাহুতরা একাধিক হাতি দিয়ে এ চাঁদাবাজি চালাচ্ছে। এতে করে পর্যটকরা ভীতিতে রয়েছে এমন অভিযোগ একাধিক সুত্রে জানা গেছে।
    এতে অতিষ্ঠ গাড়ির চালকরা। পুলিশের কাছে অভিযোগ করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
    জানা যায়, সদর শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিভিন্ন সড়কে যানবাহনের পথ বন্ধ করে একাধিক হাতির মাহুত চালকদের কাছে চাঁদা দাবি করে। চাঁদার পরিমাণ কম হলে মাহুত হাতিকে খেপিয়ে তুলে ভয় দেখায়। গাড়ি উল্টে দেওয়ার হুমকি দেয়। এসব হাতির মালিক জেলার কয়েকজন কয়েকজন বিত্তশালী ব্যক্তি।
    চালক আলমগীর হোসেন বলেন, ‘গাড়ি নিয়ে শহরের ঢোকার ব বেরুবার আগেই রাস্তায় হাতি গাড়ির সামনে এসে দাঁড়িয়ে শুঁড় এগিয়ে দেয়। টাকা না দিলে সামনে থেকে সরে না। বাধ্য হয়ে ৫০ কিংবা ১০০ টাকা দিতে হয়।
    প্রায়ই আমরা এ ভোগান্তিতে পড়ছি। হাতি দিয়ে চাঁদাবাজির বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেছি। কিন্তু কোনো ফল পাওয়া যায়নি।
    তাছাড়া জেলার পর্যটন নগরী শ্রীমঙ্গলেও হাতি দিয়ে চাদাবাজি মহামারী আকার ধারন করেছে ৷ প্রায়ই দেশী বিদেশী পর্যটকদের গাড়ি আটকিয়ে তোলা হচ্ছে টাকা,এতে দেশী বিদেশী পর্যটকরা বিরুপ মনোভাব পোষন করেন তবে মাহুতের গাড়ি উল্টে ফেলার ভয়ে নিরবে চাদা দিতে বাধ্য হোন ৷এ ব্যাপারে কয়েকজন পর্যটকের সাথে কথা বলে জানা যায় যে  “মাহুতরা ১০০ টাকার নীচে দিলেই ক্ষেপে গিয়ে পর্যটকদের সাথে খারাপ ব্যবহার করে” ৷
    পর্যটন সংশ্লিষ্টরা বলছেন “হাতি দিয়ে চাদাবাজি বন্ধ না করলে পর্যটকরা বিরক্ত হয়ে পর্যটন নগরীতে আসা ছেড়ে দেবেন তাই কতৃপক্ষের উচিত এ ব্যাপারে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া ৷