চুনারুঘাটে আসামপাড়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন

    0
    240

    এম এস জিলানী আখনজীঃ বিপুল উৎসাহ উদ্দীপনা আনন্দমূখর পরিবেশে সুষ্টু ও শান্তিপূর্নভাবে উপজেলার আসামপাড়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গাজীপুর ইউনিয়ন পরিষদে স্থাপিত ভোট কেন্দ্রে গত (১৮ আগষ্ট) শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্টিত হয়। বাজারের ব্যবসায়ী ৪৭১জন ভোটারের মধ্যে ৪২৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে এম বি জুয়েল খান (বই) প্রতীকে ১শ ৬ ভোট পেয়ে সহ- সভাপতি পদে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী ছাব্বির মিয়া (চেয়ার) প্রতীকে পেয়েছেন ১শ ভোট।

    বিশিষ্ট সমাজসেবক জালাল উদ্দিন খান (ফুটবল) প্রতীকে ২শ ২০ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল মালেক (দেয়াল ঘড়ি) প্রতীকে পেয়েছেন ১শ ৯১ভোট। মোঃ রুকু মিয়া (সিলিং ফ্যান) প্রতীকে ২শ ১৭ভোট পেয়ে সহ সাধারন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী জামাল মিয়া (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ১শ ৪ভোট। মাসুক মিয়া (আনারস) প্রতীকে ১শ ৮৯ ভোট পেয়ে প্রচার সম্পাদক পদে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী স্বপন মিয়া (কাপ-প্লেট) প্রতীকে পেয়েছেন ১শ ২৮ভোট। মোঃ ইউছুফ খান (গ্লাস) প্রতীকে ২শ ৪৬ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী আসাদুজ্জামান শামীম (মাইক) প্রতীকে পেয়েছেন ৭৮ভোট।

    অপরদিকে বিনা প্রতিদ্বন্দীতায় বাজার কমিটির মনোনিত সভাপতি হলেন গাজীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির খান। নির্বাচনকে ঘীরে দিনভর ভোটারসহ আসামপাড়া বাজারের ব্যবসায়ী, কর্মচারী ও উৎসুক জনসাধারনের মধ্যে আনন্দমূখর পরিবেশের সৃষ্টি হয়। ভোটাররা সুষ্টু ও শান্তিপূর্নভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারায় নির্বাচনের দায়িত্বে সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক অভিনন্দন জানান।

    আসামপাড়া বাজার কমিটির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন গাজীপুর হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক এম মালেক মাষ্ঠার। নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা ইউ আর সি ইনস্ট্রাক্টর আবুল খায়ের মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।