মৌলভীবাজার জেলায় পুলিশ সুপার পেলেন বিপিএম:দুই ওসি পেলেন পিপিএম

0
705
মৌলভীবাজার জেলায় পুলিশ সুপার পেলেন বিপিএম:দুই ওসি পেলেন পিপিএম

আমার সিলেট রিপোর্ট: মৌলভীবাজার জেলাযর পুলিশ সুপার বিপিএম এবং একই জেলার দুই থানার দুই ওসি পেলেন পিপিএম সেবা পদক। এতে জেলাব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে অভিনন্দন ও শুভেচ্ছা।

জানা যায়,বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)- সেবা পদক লাভ করলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)।

এছাড়াও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পেয়েছেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ।

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য এবছর মোট ৯৫ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)- সেবা এবং ২১০ জন পুলিশ সদস্যকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)- সেবা প্রদান করা হয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করেন।

দেশপ্রেম ও সাহসিকতার সঙ্গে আইন শৃংখলা রক্ষায় এবং দায়িত্বপালনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক) ও পিপিএম (রাষ্ট্রপতি পুলিশ পদক) পদক দেয়া হয়।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।