মৌলভীবাজার ডিজিটাল উদ্ভাবনী মেলা

    0
    209

    আমারসিলেট24ডটকম,২৮ডিসেম্বর,আলী হোসেন রাজনডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সহজলভ্য জনসেবা নিশ্চিত করার লক্ষে মৌলভীবাজারে শুরু হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও এটুআই প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।

    জেলা প্রশাসনের আয়োজনে আজ দুপুরে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে তিন দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি। এরপর জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার মেলা উপলক্ষে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করেন।

    অনুষ্ঠানে বক্তারা বলেন,জনগনের দোরগোড়ায় তথ্য ও সেবা পৌঁছে দিতে দেশের ৪৫৪৭টি ইউনিয়ন পরিষদ,৩২১টি পৌরসভা এবং৪০৭টি সিটি কর্পোরেশনের ওয়ার্ডে ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। এসব সেন্টারের মাধ্যমে প্রতিমাসে প্রায় ৪৫ লক্ষ জনগন সেবা নিচ্ছেন।

    মেলায় ২২টি ষ্টল বসেছে। শেষে প্রধান অতিথি ষ্টল গুলো ঘুরে দেখেন। আজ থেকে শুরু হওয়া এ মেলা ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে ।