মৌলভীবাজার শেরপুরে পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের মেলা

    0
    203

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩জানুয়ারী,শিমুল তরফদারঃ  পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে শুরু হয়েছে দুইদিন ব্যাপী দেশীয় মাছের মেলা। মেলায় নানান জাতের বড় আকৃতির মাছের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। হাজার হাজার ক্রেতা-বিক্রেতার সমাগমে মেলা প্রাঙ্গন পরিনত হয়েছে মিলন মেলায় ।

    গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া প্রায় শত বছরের ঐতিহ্যবাহী এই মেলা জেলার মানুষদের অন্যতম উৎসবে পরিণত হয়েছে। শুধু মাছ কিনতে নয় অনেকে আসেন বড় আকৃতির দেশীয় মাছ দেখতে। কুশিয়ারা, সুরমা, মনু নদী, হাকালুকি, কাউয়াদীঘি, হাইল হাওরসহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে বাঘা ,আইড় ,রুই, কাতলা, বোয়াল, চিতলসহ অনেক জাতের মাছ উঠেছে মেলায়। পাইকারী ও খুচরা প্রায় দুই শত মাছ ব্যবসায়ী পসরা নিয়ে বসেছেন মেলায় । এবার ১ হাজার টাকা থেকে মাছের দাম হাঁকা হচ্ছে ১ লাখ টাকা ।

    এ মেলা চলবে আজ গভীর রাত পর্যন্ত। দুইদিন ব্যাপী মেলায় ৮ থেকে ১০ কোটি টাকার মাছ বেচা-কেনা হবে বলে আশাবাদী আয়োজকরা।