রাষ্ট্রপতি নির্বাচনঃতফসিল ঘোষণার সিদ্ধান্ত বৃহস্পতিবার

    0
    358

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪জানুয়ারী,ডেস্ক নিউজঃ    আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার কমিশন সভায় সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

    বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

    এর আগে বুধবার বিকাল তিনটায় সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে যান সিইসি। স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন ইসির ভারপ্রাপ্ত সচিব, নির্বাচন কমিশন সচিবালয় ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।

    সাক্ষাতের বিষয়ে স্পিকার সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয় থেকে আমার কাছে সিইসির সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল। সে হিসেবে আজ (বুধবার) বৈঠক হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল আমাকে জানানো হয়েছে।’

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করে থাকেন। ইসি সচিবালয় থেকে আমাদের কাছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা চাওয়া হয়েছিল। আমরা তা সরবরাহ করেছি।’

    প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করা বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পাঁচ বছরের মেয়াদ এ বছরের ২৩ এপ্রিল শেষ হবে। আর সংবিধান অনুযায়ী মেয়াদ অবসানে পূর্ববর্তী নব্বই হতে ষাট দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।