লিওনার্দো দা ভিঞ্চির ‘লাস্ট সাফার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী

    0
    249

    আমারসিলেট24ডটকম,১৮অক্টোবরঃ ১০ম আসেম শীর্ষ সম্মেলনে যোগদান উপলক্ষে মিলান সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার বিকেলে সান্তা মারিয়া ডেলে গ্রাজিয়ের চার্চে অবস্থিত ইটালির কিংবদন্তি চারুশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির ‘লাস্ট সাফার পরিদর্শন করেন। দর্শনার্থীদের জন্য চার্চের ডাইনিং হলের দেয়ালে লিওনার্ডো দা ভিঞ্চির অন্যতম এ মহান কীর্তি শোভা পাচ্ছে। লিওনার্দো দা ভিঞ্চি ১৪৯১-১৪৯৮ সালের মধ্যে বিখ্যাত এ চিত্রকর্ম অঙ্কন করেন।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। জাদুঘর সহকারি এ জাদুঘরের ঐতিহ্য, ইতিহাস ও গুরুত্ব প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা করেন। অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও শেখ রেহানার কন্যা আজমিনা সিদ্দিকী অবন্তি এ সময় উপস্থিত ছিলেন। এ চিত্রকর্ম মিলানের বিশ্বমানের সম্পদ হিসেবে বিবেচিত এবং শান্তা মারিয়া ডেলে গ্রাজিয়ের চার্চ রেঁনেসা যুগের ভবন হিসেবে পরিচিত।