লেবানন সীমান্তে রয়টার্সের সাংবাদিক নিহত আহত ৬ জন: ইচ্ছাকৃত হামলার দাবি

0
148

আমার সিলেট ডেস্ক: ইসরায়েল-লেবানন সীমান্তের কাছে রয়টার্সের এক সাংবাদিককে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করে হত্যা করা হয়েছে এবং এ হামলায় অন্য ছয়জন গণমাধ্যমকর্মী মারাত্মক আহত হয়েছেন, রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়,ইসরায়েলের সামরিক বাহিনী এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে লড়াইয়ের সংবাদ কভার করার সময় ১৩ অক্টোবর দক্ষিণ লেবাননে ভিডিও সাংবাদিক ইসাম আবদুল্লাহ (৩৭) নিহত হন।

আল জাজিরার ক্যামেরাপারসন এলি ব্রাখিয়া এবং প্রতিবেদক কারমেন জুখাদার সহ আরও ছয় সাংবাদিক আহত হন যখন আলমা আল-শাব গ্রামে পরপর দুই রাউন্ড গোলাবারুদ আঘাত হানে।

ভিডিও ফুটেজ এবং ব্যালিস্টিক ভিত্তিক তদন্তের প্রাথমিক ফলাফলের বিশ্লেষণের উদ্ধৃতি দিয়ে রবিবার আরএসএফ বলেছে, “একই দিক থেকে এত অল্প সময়ের মধ্যে (মাত্র ৩০ সেকেন্ডের বেশি) একই জায়গায় দুটি হামলা, স্পষ্টভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে নির্দেশ করে।”