লোহাগড়ায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে দুদক কমিশনার

    0
    229

    নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ার মধুমতি নদী ভাঙ্গন এলাকা  পরিদর্শন ও মল্লিকপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ, এফ,এম আমিনুল ইসলাম ।

    আজ বুধবার সকালে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা এলাকার মধুমতি নদী ভাঙ্গন ও ভাঙ্গন প্রতিরোধের জন্য নির্মিত বাঁধের কাজ পরিদর্শন করেন দুদক কমিশনার।

    এসময় তিনি নদীর তীর সংরক্ষণের কাজে যেন কোন অনিয়ম না হয় সে বিষয়ে তদারকির জন্য সংশ্লিষ্ট বিভাগকে এবং কাজের মান বজায় রেখে  কাজ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ প্রদান করেন।

    ঘাঘা এলাকার দুটি পয়েন্টে ১১ কোটি ৮৮হাজার ৯শ ৯৭ টাকা ব্যয়ে ৪১০মিটার নদীর তীর সংরক্ষণের কাজ চলতি বছরের ৩০ জুন শুরু হয়।

    পরে লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত ৩তলা বিশিষ্ট প্রশাসনিক ভবনের উদ্বোধন  করেন দুদক কমিশনার।

    এ সময় জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম(বার),নড়াইল পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশরী মোঃ শাহ নেওয়াজ, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রসহ,সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।