শারদীয় দূর্গাপূজায় কমলগঞ্জে ১২৫ টি মন্ডপে দূর্গোৎসব

    0
    275

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,২৭সেপ্টেম্বর,কমলগঞ্জ প্রতিনিধিঃ   আগামী ৭ অক্টোবর সনাতন ধর্মাবলাম্বীদের প্রধানতম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজায় এ বৎসর  মৌলভীবাজারের কমলগঞ্জ  উপজেলায় ১২৫ মন্ডপে উৎসব-আয়োজনে পূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

    সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে এ ধর্মীয় উৎসব উদযাপনের লক্ষ্যে বুধবার(২৭সেপ্টেম্বর) এ উপজেলার ৯টি ইউনিযন ও ১টি পৌরসভার সবকটি মন্ডপের প্রতিনিধিদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ও সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ মিলনায়তনে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় সর্বাত্মক নিরাপত্তা ও সুশৃংখল পরিবেশে পূজা আয়োজনের ব্যাপারে আলোচনা করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক,উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী,ওসি বদরুল হাসান,পৌর মেয়র জুয়েল আহমেদ,পতনউষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু,পূজা উদযাপন পরিষদের সভাপতি মধুসূদন পাল প্রমুখ।