শার্শায় মাদক ও চোরাচালান বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

    0
    172

    আমারসিলেট24ডটকম,অক্টোবর,এম ওসমানঃ শার্শা ও বেনাপোল থানা পুলিশের আয়োজনে শনিবার সকালে নাভারন সাতক্ষীরা মোড়ে চোরাচালান ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুলের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক ড. হমায়ুন কবির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আনিছুর রহমান, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, নাভারণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান প্রমুখ।

    জেলা প্রশাসক ড. হমায়ুন কবির প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাদক যুব সমাজকে ধংস করে। এ ধংসের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে প্রশাসনের সাথে জন সাধারনকে এগিয়ে আসতে হবে। আসুন সকলে মিলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, এডিশনাল এসপি আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মিলু বিশ্বাস, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান সোহারাব হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, চেয়ারম্যান আব্দুল মান্নান, চেয়ারম্যান আব্দুল গফ্ফার সরদার, শার্শা প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ, শার্শা থানা পুলিশের ওসি (তদন্ত) আব্দর রহিম, বেনাপোল বন্দর থানার ওসি অপুর্ব হাসানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।