শ্রীমঙ্গলে অান্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনে দুর্যোগ মহড়া

    0
    249

    স্টাফ রিপোর্টার,সাদিক অাহমেদঃ“কমাতে হবে সম্পদের ক্ষতি,বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সারাদেশের ন্যায় পালিত হয়েছে “অান্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৮”।

    শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে অাজ (শনিবার) সকালে শুরু হয় মুল অনুষ্ঠানের।দিনের শুরুতে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে শ্রীমঙ্গলের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও শ্রীমঙ্গলের  সাধারণ জনগণদের দুর্যোগের পূর্ব প্রস্তুতি ও অাত্নরক্ষার বিষয়ে বিভিন্ন কৌশলের মহড়া প্রদর্শন করে।শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এ মহড়া পরিচালনা করে।

    দিবসটি উপলক্ষে সচেতনতামুলক র‍্যালির অায়োজন করে উপজেলা প্রশাসন।র্যালিটি শ্রীমঙ্গলের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

    তারপর শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয় অালোচনা সভা।এতে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, ফায়ার সার্ভিস শ্রীমঙ্গল স্টেশনের কর্মকর্তা আজিজুল হক।

    আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়নে দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান।