শ্রীমঙ্গলে প্রতিবন্ধী ভাতা প্রদান অনুষ্টানে সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী

    0
    216

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬এপ্রিলঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা অডিটরিয়ামে বৃহস্পতিবার বিকালে প্রতিবন্ধীদের ভাতা প্রদান,বহি,প্রতিবন্দী ছাত্র/ছাত্রীদের মাঝে উপবৃত্তি,চেক বিতরণ অনুষ্টান সম্পন্ন হয়েছে।

    এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যান মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী।

    শ্রীমঙ্গল উপজেলা প্রতিবন্ধী ভাতা ভোগীদের মাঝে ভাতা পরিশোধ বহী ও প্রতিবন্ধী ২০০জন ছাত্র- ছাত্রীদের মাঝে উপ-বৃত্তির চেক বিতরণ করা হয়।

    মোট আট লক্ষ তিপ্পান্ন হাজার আটশত টাকা প্রধান করা হয় বলে জানা যায়।

    এসময়  ৫ নং কালাপুর ইউনিয়নের  একটি   মসজিদ এর জন্য এক লক্ষ টাকার চেক ও প্রদান করেন সমাজকল্যান মন্ত্রী।শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা অধিদপ্তর কতৃক আয়োজিত শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মাদ ছাইদুল হক এর সভাপতিত্বে অনুষ্টানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানিয় নেতৃবৃন্দ  বক্তব্য রাখেন।

    সমাজকল্যান মন্ত্রী তার বক্তব্যে বলেন “শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসলেই এই সমস্ত অবহেলিত প্রতিবন্ধী ও বয়স্ক-বিধবা মা-বোনদের ভাতা সহ বিভিন্ন অনুদান প্রদান করা হয়।”

    সমাজকল্যান মন্ত্রী আরও বলেন,”যারা দেশে অরাজকতা সৃষ্টি করে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কাজকে বাধাগ্রস্ত করছে এবং দেশকে পিছিয়ে নিতে চায়,তারা ষড়যন্ত্র করছেন” বলে জানান মন্ত্রী।