শ্রীমঙ্গলে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ

    0
    255

    “সিরাজগঞ্জে দৈনিক সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুলকে হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন”

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬ফেব্রুয়ারী,নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জে দৈনিক সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুলকে হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন করেছে মফস্বল সাংবাদিক ফোরাম শ্রীমঙ্গল শাখা ৷

    সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে মফস্বল সাংবাদিক ফোরাম শ্রীমঙ্গল উপজেলা শাখা।

    মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সারা দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে একই কর্মসূচি পালিত হয়েছে।

    শ্রীমঙ্গলের কর্মসূচিতে সাংবাদিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নিয়ে সাংবাদিক শিমুলের খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    এ সময় বক্তারা বলেন, অতীতে পেশাগত দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। দুর্ভাগ্যজনক হলেও অধিকাংশ ক্ষেত্রেই বিচার না হওয়ায় সন্ত্রাসী-দুর্বৃত্তরা বেপরোয়া হয়েছে।

    বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের মামলা, হামলা, নির্যাতন, হয়রানির শিকার হতে হয়। তারপরও সাংবাদিকরা দেশ, জাতি ও সমাজের অসংগতি, ত্রুটি, বিচ্যুতি তুলে ধরে মানুষের অভাব-অভিযোগের কথা প্রকাশ করেন।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, কলামিস্ট সৈয়দ আমীরুজ্জামান,সাংবাদিক কাওসার ইকবাল,রজত শুভ্র চক্রবর্ত্তী৷

    শ্রীমঙ্গলের চিঠির স্টাফ রিপোর্টার আবুজার বাবলার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিন এর স্থানীয় প্রতিনিধি দ্বীপংকর ভট্টাচার্য্য লিটন,বাংলা ট্রিবিউন এর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম,বাংলাদেশ সময় এর অনুজ কান্তি দাশ, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব সভাপতি ও আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম এর সম্পাদক আনিছুল ইসলাম আশরাফী,শ্রীমঙ্গল প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী প্রমুখ৷
    মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন,মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ,শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি,সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠির সম্পাদক ইসমাইল মাহমুদ৷