শ্রীমঙ্গলে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং অপরাধে শিক্ষক গ্রেপ্তার

0
247

আমার সিলেট রিপোর্ট: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রানার স্কুল এন্ড কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে সপ্তম শ্রেণির ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযুক্ত কে গ্রেপ্তার করেছে।

স্হানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,এ ঘটনায় ঐ শিক্ষকের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে জনরোষ তৈরি হয়। অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের দ্রুত অভিযানে তাকে আটক করার ফলে প্রাথমিক পর্যায়ে জনরোষ থেকে বেঁচে গেলেও মামলা থেকে রেহাই পাইনি ওই অভিযুক্ত শিক্ষক।

মামলার সূত্রে পুলিশ জানায়,আটক শিক্ষকের নাম শয়ন তাতী (৩৫) পিতার নাম গোপাল তাঁতি, মন্দির লাইন রাজঘাট চা বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
সোমবার দুপুরে উপজেলার সিন্দুরখান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারা মোতাবেক মামলা রুজু করা হয়েছে।
মামলার বাদী নির্যাতিত ছাত্রীর মা পদ্মা ব্যোনার্জি।

এ ব্যাপারে অভিযানকারী এসআই দুর্জয় সরকার এর সাথে কথা হলে তিনি আমার সিলেট কে জানান, সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে শ্রীমঙ্গল থানায় অভিযোগ আসলে ওসি স্যারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে গ্রেপ্তার করি। ছাত্রীর অভিভাবক পদ্মা ব্যোনার্জি মামলার বাদী । মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শ্রীমঙ্গল থানা,মামলা নং ০৩, তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৩ ইং।