শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা বিষয়ক সেমিনার

    0
    235
    শ্রীমঙ্গল থেকেঃ  মৌলভীবাজারের  শ্রীমঙ্গল শহরতলীর জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সড়ক দূর্ঘটনা রোধে ‘সড়ক নিরাপত্তা বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি )দুপুরে বিদ্যালয় শ্রেণি কক্ষে প্রধান শিক্ষক মোঃ আয়ূব আলী’র সভাপতিত্বে ও নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রহমান মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইসমাইল মাহমুদ। 
    এসময় জাতীয় সংগীত ও সড়ক নিরাপদ বিষয়ক বিভিন্ন দূর্ঘটনা সহ রাস্তাপাড়া পাড়ের সচেতনতা মূলক ভিডিও প্রামাণ্য চিত্রের মাধ্যমে সড়ক নিরাপত্তা বিষয়ক সেমিনার আয়োজন করা হয়।
    শুভেচ্ছা বক্তব্যে (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি বলেন-পত্রপত্রিকা খুললেই প্রতিদিনই সড়ক  দূর্ঘটনার খবর পাওয়া যায়। ইদানীং সড়ক দূর্ঘটনার হার বেড়ে গেছে আশঙ্কাজনক হারে। এটা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হিসেবে দাঁড়িয়েছে। প্রায় দিনই প্রাণহানির খবর পাওয়া যায়। এভাবে প্রিয়জন হারানো আর্তনাদ আর কান্নায় বাতাস ভারী হচ্ছে প্রতিদিন। ফলে রাষ্ট্রের প্রচুর ক্ষতি হচ্ছে। দেশের রাস্তাগুলো যেন মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়েছে। কাজেই সড়ক দুর্ঘটনা রোধে সরকার সহ সকলকেই সড়ক নিরাপত্তার বিষয়ে কার্যকরি পদক্ষেপ নিতে হবে।
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ বলেন- দিন দিন সড়কে মৃত্যুর সারি দীর্ঘ হচ্ছে। সড়ক দুর্ঘটনা গুলো বিশ্লেষণ করলে দেখা যায় বেশকিছু কারণে দূর্ঘটনা ঘটছে। প্রথম কারণ হচ্ছে যাত্রী ও চালকদের অসচেতনতা। এছাড়া ট্রাফিক আইন না মেনে চলা, চালকরা ড্রাইভিংয়ের সময় অনেক ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহার করে বা অমনোযোগী থাকে, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামানো, অদক্ষ-লাইসেন্সবিহীন ড্রাইভারের গাড়ি চালানো, সোজা রাস্তা ও ডিভাইডার না থাকা ইত্যাদি।
    এসেমিনারে আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নন্দিতা বর্ধন , সহকারী শিক্ষক রত্নাময়ী পাল, জোবেদা বেগম, সোমা দেব, শারমিন আরা নাজমা, কলি ভট্টাচার্য, রীপা রানী যাদব, পম্পা বিশ্বাস, মোছা সুরাইয়া নার্গিস, শ্রীমঙ্গল উপজেলা (নিসচা)শাখার সহ সভাপতি ছালেহ আহমেদ, কার্যকারি সদস্য মো: দুলু মিয়া, সুমন মিয়া, শ্রীমঙ্গল থানা ট্রাফিক জোনের পুলিশ অফিসার সামিউল, সংবাদকর্মী সোলেমান আহমেদ মানিকসহ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ ও নিসচা’র অনেকেই উপস্থিত ছিলেন।