শ্রীমঙ্গল পালিত হলো “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস”

    0
    187

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৩অক্টোবরঃ“দুর্যোগ ঝুঁকি কমাতে হলে,কৌশলসমুহ বলতে হবে” এই স্লোগানকে ধারণ করে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৬ইং  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে।
    বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্টিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন-সাবেক চিফ হুইপ,বীর মুক্তিযোদ্ধা স্থানীয় সাংসদ আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব,উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী,উপজেলা সহকারি কমিশনার ভূমি-বিশ্বজিত কুমার পাল।

    এ ছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল হক। অনুষ্টান পরিচালনা করেন উপজেলা দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের কর্মকর্তা আসাদুজ্জামান।ছবি মামুন আহমদ।