শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচনে লড়ছেন শক্তিশালীরা

    0
    215

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৪মে,শিমুল তরফদারঃ  আগামী ২৪ মে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। ইতিমধ্যে মনোনয়ন পত্র ক্রয় করেছেন প্রতিদ্বন্ধি প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে ভোটার ও প্রার্থীদের মধ্যে। এবারের নির্বাচনে বরাবরের মতো কেউ প্যানেলভূক্ত কেউবা আবার স্বতন্ত্রপ্রার্থী হিসাবে প্রদিদ্বন্ধিতা করছেন।

    গত মঙ্গলবার শেষ হয়েছে মনোনয়ন পত্র ক্রয়ের শেষ তারিখ। নির্বাচনে সভাপতি পদে ৩জন শক্তিশালি প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন। তারা হলেন, বিশিষ্ট ব্যবসায়ী বর্তমান কমিটির সাধারন সম্পাদক মো কদর আলী, ব্যবসায়ী এএসএম ইয়াহিয়া ও স্বতন্ত্রপ্রার্থী ব্যবসায়ী মো. আলহাজ্জ আজিজুর রহমান  দুলাল। সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটি সহ-সভাপতি সুজিত বৈদ্য, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ও সাবেক পৌর মেয়র মো. আহাদ মিয়ার পুত্র মো: জাহাঙ্গির আলাম সোহাগ ।

    তাছাড়া সহ-সভাপতি তিনটি পদের বিপরীতে ৬ জন প্রার্থী মনোনয়ন ক্রয় করেছেন। তারা হলেন- বর্তমান কমিটির সহ-সভাপতি মো. কাদির খান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ ধর পার্থ, নিতাই চন্দ্র দেব, শামীম আহমেদ, শাহ মো. লিয়াকত আলী ও টমাস আহমেদ। যুগ্ম সম্পাদক ২ পদে চারজন মানোনয়ন ক্রয় করেছেন-এরা হলেন- খয়ের খান, শেখ সরোয়ার জাহান জুয়েল, মিজানুর রশিদ চৌধুরী হিমেল, বর্তমান কমিটির প্রচার সম্পাদক মো.আক্তার হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে তিনজন হলেন- ইমন দেব চৌধুরী, কামরুল হাসান জুয়েল, এস কে দাশ সুমন, উজ্জ্বল কুমার দাশ, প্রচার সম্পাদক পদে মো. ফারুক মিয়া, সাইফুর রহমান ও স্বতন্ত্রপ্রার্থী মো. কবির। দপ্তর সম্পাদক পদে সুজিত কুমার শর্মা ও আলতাফ খান কোষাধ্যক্ষ পদে মো. আবদুুল বাছিত ও হাজী শাহ আলম। সাধারণ সদস্য ১০ পদের বিপরীতে মোট ২৪ জন প্রার্থী মনোনয়ন ক্রয় করেছেন। এরা হলেন- মোছাব্বির আল মাসুদ, পরিমল চন্দ্র দাশ, মো. ফজলুর রহমান, জাকির হোসেন, ফখরুল আল রাজ, নাজমুল ইসলাম, এমএ মুনিম, বেলাল আহমদ, শামছুল ইসলাম শামীম, আল ওমর ফারুক, অজয় কুমার দাশ, ফাহাদ আবদুল কাদির, জয়নাল আবেদীন রুবেল, খোকন বণিক, মো. আবদুল মজিদ, অর্জুন দাশ, আলমগীর হোসেন, খালেদ মোশারফ, রিপন বৈদ্য, আকরামুল হক সোহাগ ও অজয় কুমার সিং।

    ঘোষিত তফসিল অনুযায়ী  ৬ই মে মনোনয়নপত্র বাছাই, ৮ই মে প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং ২৪ মে অনুষ্টিত হবে নির্বাচন।