শ্রীমঙ্গলের একটি রিসোর্টে পর্যটক খুন! অভিযোগ পর্যটকের দিকে

0
161

আমার সিলেট রিপোর্ট: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৩ নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের আওতাধীন ডলুছড়া এলাকার লেমন গার্ডেন রিসোর্টে নরসিংদী জেলার রায়পুরা থেকে আগত এক পর্যটক খুনের ঘটনা ঘটেছে ! এ ঘটনায় অভিযোগ উঠেছে সঙ্গীয় পর্যটকের দিকে।

জানা যায়, নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪০), পিতা কামরুজ্জামান, গ্রাম হাটুভাঙ্গা,রায়পুরা উপজেলা, জেলা নরসিংদী। বর্তমান ঠিকানা ফাঁসের টেক, ভাটেরা, ঢাকা।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত শফিকুল ইসলাম অপর এক সঙ্গীর সাথে ২৫শে আগস্ট সকালে পর্যটক হিসাবে লেমন গার্ডেন রিসোর্টে উঠে। ২৭ আগস্ট দুপুরে চেক আউটের সময় রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন তাদের রুম ছাড়ার ব্যাপারে জিজ্ঞাসা করতে গেলে রুমে তালাবদ্ধ দেখা যায়, ডাকাডাকি করার পর কোন উত্তর না পাওয়ায় জানালা দিয়ে উকি দিয়ে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে শ্রীমঙ্গল থানায় খবর দিলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম সেলিমসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে ভিতরে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় মৌলভীবাজার জেলা পুলিশের কর্মকর্তা এস পি মঞ্জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার ও ডিএসবি প্রধান মহসিনসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম সেলিম আমার সিলেটকে জানান, খবর পেয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাগনসহ আমরা ঘটনাস্থলে যায় এবং রক্তাক্ত লাশ উদ্ধার করি। নিহতের পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে তারা আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, ইতিমধ্যে আমরা আমাদের আইনি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে এখনো কোনো মামলা রুজু করা হয়নি।