শ্রীমঙ্গল সড়কের মধ্যখানে খুঁটি পরিবহনকারী গাড়ী কার ?

    0
    223

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৩মার্চ,ষ্টাফ রিপোর্টারঃ শ্রীমঙ্গল শহরের অদূরে  মৌলভীবাজার  রোডের  ইছবপুর-নওয়াগাও গ্রামের মাঝামাঝি ব্রিজের উত্তর পাশে মহাসড়কের  মধ্যখানে খুঁটি পরিবহনকারী  একটি গাড়ী  চাকা পাংচার হয়ে শত শত যাত্রী বাহী ও মাল বাহী  যান চলাচলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা  ঘটে যেতে পারে এমন ধারনা চালকদের। চালক ও যাত্রীদের প্রশ্ন ৩/৪ ঘণ্টা ধরে পাংচার হওয়া খুঁটি পরিবহনকারী  গাড়ীটি ব্রিজ থেকে নামার জায়গা হতে এত ক্ষনে ও স্থানান্তর হয়নি কেন ? 

    স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার এশার সময়ে  বিদুতের খুঁটি পরিবহনকারী  একটি গাড়ী  চাকা পাংচার হয়ে  ওই এলাকার মহাসড়কের মধ্যখানে আটকে যায়।চাকা পাংচারের পর গাড়ীটির চালক চলে যায় এ সংবাদ লেখা পর্যন্ত এখনো গাড়ীটি সরানো হয়নি।

    এ ব্যাপারে আমাদের প্রতিনিধি পল্লী বিদ্যুতের শ্রীমঙ্গল অফিসের অভিযোগ বিভাগে  ফোন করলে অপর প্রান্ত থেকে লুতফুর রহমান নামে পরিচয়দান কারী একজন বলেন  শ্রীমঙ্গল অফিসের কোন খুঁটি কোথাও যায়নি এ খুঁটি আমাদের অফিসের নয়।

    স্থানিয়দের প্রশ্ন তাহলে খুঁটি পরিবহনকারী  গাড়ী ও খুঁটি গুলো কোন অফিসের এবং কোথায় যাচ্ছে?