সংলাপ চিঠিকে স্বাগত বিএনপি:নাশকতা বন্ধ না হলে সংলাপ নয়

    0
    211

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৯ফেব্রুয়ারী: বাংলাদেশের চলমান রাজনৈতিক সঙ্কট থেকে উত্তরণে প্রধান দু’দলের দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের দেয়া চিঠিকে স্বাগত জানিয়েছে ২০ দল।
    বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এ কথা বলেন। তিনি বলেন, “নির্দলীয় সরকার ব্যবস্থায় নির্বাচনের লক্ষ্যে জাতিসংঘসহ সকল পক্ষের অর্থবহ সংলাপের উদ্যোগকে আমরা স্বাগত জানাই।”

    অপরদিকে চলমান সন্ত্রাস-নাশকতা বন্ধ না করলে কোনো সংলাপ হবে না বলে বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলকে আওয়ামী সরকারের কঠোর অবস্থানের কথা সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী। প্রতিনিধি দলের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের সময় আসলে তার আগে কথা বলা যাবে।

    ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলটির সঙ্গে বৃহস্পতিবার বিকেলে বৈঠকে বসেন ক্ষমতাসীন দলের নেতারা। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন গওহর রিজভী।