‘সব বোমার পিতা’ ইরানের হাতে:জেনারেল আমির আলী

    0
    305

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬সেপ্টেম্বর,ডেস্ক নিউজঃ   ইরানের হাতে আমেরিকার সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী বোমা আছে। এ ঘোষণা দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ। ইরানের টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ ঘোষণা দেন তিনি।

    ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১০ টনের এ বোমাকে ‘সব বোমার পিতা’ হিসেবে অভিহিত করেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ জানান, মারাত্মক ধ্বংসক্ষমতা সম্পন্ন বোমাটি ইলিউশিন বিমান থেকে ফেলা যাবে।

    মার্কিন ম্যাসিভ অরডিন্যান্স এয়ার ব্ল্যাস্ট বা সংক্ষেপে এমওএবি জিবিইউ-৪৩ /বি’ সঙ্গে তুলনা করে এ কথা বলেন তিনি। এটি ‘মাদার অব অল বোম্বস’ বা ‘সব বোমার জননী’ নামেও পরিচিত। চলতি বছরের ১৩ এপ্রিল আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে এটি ফেলেছিল আমেরিকা।

    ইরানের তৈরি এ বোমার শক্তি ১৮ হাজার পাউন্ড টিএনটির সমান। নাম থেকেই বোঝা যায় বোমার বিস্ফোরণ ঘটে আকাশে। ২২ হাজার পাউন্ড বা নয় হাজার আটশ’ কিলোগ্রাম বোমা বিস্ফোরণের প্রাথমিক প্রভাবে অত্যন্ত শক্তিশালী তরঙ্গ সৃষ্টি হয়। চারপাশে এক কিলোমিটার এলাকা জুড়ে ওই বিস্ফোরণ তরঙ্গ ছড়িয়ে পড়ে।পার্সটুডে