সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে মানবাধিকার কমিশনের শোক প্রকাশ

    0
    341

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪সেপ্টেম্বর: বীরমুক্তিযোদ্ধা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী আজ সকাল সাড়ে ৯টায় সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে বাংলাদেশ মানবাধিকার কমিশন জালালাবাদ থানা শাখার পক্ষ থেকে শোক প্রকাশ করে নেতৃবৃন্দ বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর রুহের মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    শোকপ্রকাশকারীরা হলেন, সভাপতি হিরণ মিয়া, সাধারণ সম্পাদক যুব পদকপ্রাপ্ত মোহাম্মদ শাহ আলম, সিনিয়র সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম, সহ-সভাপতি খলিল জিবরান ফটিক, হাবিবুর রহমান খছরু, আব্দুল আলীম জুয়েল, রাজিব দাস, আব্দুর রকিব ডালিম, সিদ্দিকুর রহমান সাদেক, সহ-সাধারণ সম্পাদক তাওহিদ আহমদ, এইচ.এম দিলোয়ার, সাংগঠনিক সম্পাদক আব্দাল হোসেন নাহিদ, সিলেট জেলা মানবাধিকার কমিশনের সহ-সাংগঠনিক সম্পাদক আলী আহসান হাবিব, সহ-দপ্তর সম্পাদক, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির কার্যকরী কমিটির সদস্য ও জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ, জালালাবাদ থানা শাখার সমাজ কল্যাণ সম্পাদক দিলোয়ার হোসেন, কামাল হোসেন, আলী আহমদ রেদওয়ান, মাহবুব ইকবাল মুন্না, সগ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, কয়েছ আহমদ, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক খায়রুল হাসান রিপন, আইন বিষয়ক সম্পাদক এনামুল হক, আফজাল হোসেন, মোঃ লিটন মিয়া, আবু বক্কর খান সিদ্দিক, মাষ্টার আবুল খায়ের মোঃ খালেদ আহমদ, প্রমুখ।