সাভারের স্মৃতিসৌধে বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন

    0
    226


    আমারসিলেট24ডটকম,১৬ডিসেম্বরঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলটির পক্ষ থেকে সাভারের স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বেগম জিয়া স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। দলীয় নেতাকর্মীবেষ্টিত বেগম জিয়া সকাল ৯টা ২০ মিনিটে স্মৃতিসৌধে প্রবেশ করেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে ৯টা ৪০ মিনিটে বের হয়ে আসেন। এ সময় তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    বিএনপি নেত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে দলটির পক্ষ থেকে সাংবাদিকদের সাথে মঈন খান বলেন, বিজয়ের ৪৩ বছর পরেও দেশে গণতন্ত্রের চ্যালেঞ্জ রয়ে গেছে। গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির জন্য যুদ্ধ করেছিলাম। কিন্তু গণতন্ত্র আজ নির্বাসিত। দেশের শান্তি পুনঃপ্রতিষ্ঠা করতে হলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, বিএনপিই একমাত্র দল যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে। তাই সংলাপ ও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুর্নবহাল করে দেশের দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি।