সিডনিতে মন্ত্রী টনি বার্ক এর আয়োজনে ইফতার পার্টি

    0
    194

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১২জুন,মোহাম্মদ জুমান হোসেনঃ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং সেই সাথে যাবতীয় ভোগ-বিলাস থেকেও বিরত থাকার নাম রোজা। ইসলামী বিধান অনুসারে, প্রতিটি সবল মুসলমানের জন্য রমজান মাসের প্রতিদিন রোজা রাখা ফরজ।

    মন্ত্রী টনি বার্ক ফেডারেল শ্যাডো আর্টস মিনিষ্টার এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে গত ৮ই জুন বুধবার। সিডনির ব্যাংকসটাউনের পিসিওয়াইসি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে ইফতার পূর্বক এক আলোচনা সভার সভাপতিত্ব করেন টনি বার্ক। শ্যাডো মন্ন্তী জিহাদ ডিব ও লেবানিজ কমিউনিটি লিডার বেলালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

    শ্যাডো মন্ত্রী টনি বার্ক বক্তব্যে বলেন, “আমরা যে ধর্মেরই অনুসারী হইনা কেন; অপরাপর ধর্মকে সন্মাণ রেখে কথা বলি। তিনি দেশ, জাতি ও মুসলিমদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।  তাই  আজ মুসলমানদের পবিত্র মাহে রমজানের সন্মাণে এই ইফতার পার্টির আয়োজন আমাদের”।

    ইফতার অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়। ইফতার অনুষ্ঠানে রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।