সিলেট-তামাবিল মহাসড়কে দূর্ঘটনা রোধে বিশেষ পুলিশ সপ্তাহ’ শুরু

0
55

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: অবশেষে পুলিশের পক্ষ হতে সিলেট-তামাবিল মহাসড়ক ঘন ঘন দূর্ঘটনা রোধে, সড়কে যান চলাচলে ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে সপ্তাহ ব্যাপী বিশেষ পুলিশ সপ্তাহ শুরু হয়েছে ৷

পুলিশ সূত্রে জানা যায়, ২০ মার্চ বুধবার দুপুর ১টায় সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাংস্থ তামাবিল হাইওয়ে থানার সম্মুখে সিলেট জেলা পুলিশ সুপারের নির্দেশে মহাসড়কটিতে গাড়ী চলাচলে সঠিক ব্যবস্থাপনায় ফিরিয়ে নিয়ে আসতে, ঘন ঘন দূর্ঘটনা রোধ, লাইসেন্স বিহীন চালক, কাগজ বিহীন গাড়ী নিয়ন্ত্রন করতে সাপ্তাহ ব্যাপী ”বিশেষ পুলিশ সপ্তাহ” পালন শুরু হয় ৷

গাড়ীর কাগজপত্র দেখে যাদের সটিক রয়েছে তাদেরকে ফুল দিয়ে বরণ করার মধ্যে দিয়ে বিশেষ পুলিশ সাপ্তাহ পালনের উদ্বোধন করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম ৷ এসময় আরও উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (টি.আই) এডমিন রফিকুল ইসলাম, (টি.আই) শামসুজ্জামান, সার্জেন্ট মহিতোষ, জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) মো. মোস্তাফিজুর রহমান সহ জৈন্তাপুর মডেল থানা এবং ডিবি পুলিশের টিম ৷

জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, সিলেট-তামাবিল মহাসড়কটিতে ঘন ঘন দূর্ঘটনা ঘটায় এবং মানুষের মৃত্যু বেড়ে যাওয়ার কারন খোঁজতে, লক্কর ঝক্কর গাড়ী, লাইসেন্স বিহীন চালক, গাড়ীর কাজগপত্র সটিক রয়েছে কি না যাচাই করা, নাম্বার ও লাইসেন্স বিহীন সিএনজি (অটোরিক্সা), মটর সাইকেল অভিযান পরিচালিত হবে ৷ এছাড়া মহা সড়কে চলাচলকারী অনুমোদন বিহীন ইজিবাইক, টমটম চালক ও মালিকদের প্রাথমিক ভাবে মহাসড়কে তাদের এই যানবাহন গুলোকে চলাচলের উপর নিষেদাজ্ঞা জারী করা হচ্ছে ৷

ট্রাফিক ইন্সপেক্টর (টি.আই) এডমিন রফিকুল ইসলাম বলেন, আজ হতে বিশেষ পুলিশ সপ্তাহ শুরু হয়েছে ৷ পুলিশ সপ্তাহ পালন শেষে জৈন্তাপুর মডেল থানা, তামাবিল হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে সড়কটিকে যানচলাচল স্বাভাবিক রাখতে যৌথ ভাবে বিশেষ অভিযান পরিচালিত হবে ৷