সিলেট-দুবাই ফ্লাইটটি অল্পের জন্য রক্ষা পেলো

    0
    312

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০১ আগস্টঃ  কথায় বলে রাখে আল্লাহ মারে কে?  ঠিক  এভাবেই অল্পের জন্য রক্ষা পেয়েছে সিলেট-দুবাই ফ্লাইটের (বিজি-০৫২) যাত্রীরা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে বিমানের ইঞ্জিনে একটি পাখি ঢুকে বিকল হয়ে যাওয়ায় বিমানটি দুর্ঘটনায় পড়তে যাচ্ছিল। শনিবার সকাল সোয়া ৭টায় ওসমানী বিমানবন্দর রানওয়েতে এ ঘটনা ঘটে। এসময় বিমানটির চারটি ব্লেড ভেঙে গেলেও কোনো দুর্ঘটনা ঘটেনি।
    সিলেট ওসমানী বিমানবন্দর সূত্র জানা যায়, সিলেট-দুবাই সরাসরি ফ্লাইটটি অবতরণকালে একটি পাখি বিমানের ইঞ্জিনে ঢুকে যায় এবং পাখার সঙ্গে ধাক্কা লেগে চারটি ব্লেড ভেঙে গেলে বিমানের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ওই সময় বার্ড সুটার হিসেবে সেলিম উদ্দিনের দায়িত্ব পালন করার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ সেলিমের পরিবর্তে অন্য কাউকে দায়িত্ব না দেয়ায় এ ঘটনা ঘটে।
    অন্যদিকে ওসমানী বিমানবন্দরের গ্রাউন্ড সার্ভিস ম্যানেজার  মোঃ আজিজ আহমদ জানিয়েছেন, ঢাকা থেকে প্রকৌশলী এসে বিমানের ত্রুটি মেরামত করার পর বিমানটি ফের যাত্রা করতে পারবে।