সিলেট ব্যাডমিন্টন ফাইনালে জয়ী তরুণ তারকা সুহেল-জয়নাল

    0
    214

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭ফেব্রুয়ারী“কাউন্সিলর আজাদ কাপ ব্যাডমিন্টন প্রতিযোগীতা” ফাইনালে জয়ী হয়েছে সিলেটের তরুণ ব্যাডমিন্টন তারকা সুহেল-জয়নাল। তাদের  তারুণ্য ও সৃষ্টিশীল ক্রীড়া নৈপুণ্যের কাছে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছেন এ সময়ের দেশ সেরা সার্টলার এনাম-পরশ ।  ওইদিন হাজারো দর্শক দেখলো দুই নতুনের বিজয়। টিলাগড়স্থ ফুটসাল মাঠে  মঙ্গলবার রাত ৯টায় অনুষ্ঠিত ফাইনালে সুহেল-জয়নালের অগ্রাসী  ক্রীড়া নৈপুন্যে অনেকটা অসহায় দেখায় দেশ সেরা এনাম-পরশ কে। প্রথম দুই সেটেই পরজায় বরণ করে এনামরা। যার ফলে এতদিনের হিসেব নিকেষ পাল্টে বাংলাদেশের সেরা সার্টলার  ডাবলস জুটি এখন নির্দিধায় বলে দেয়া যায় তরুন সুহেল-জয়নাল কে।

    এতদিন যেখানে মাঠে নামলেই এনাম-পরশ দের চ্যালেঞ্জ জানানোর মতো কেউ ছিলোনা। সেই এনাম -পরশ-ই আজাদ কাপে দেখলো দুই নতুনের আগমন।কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রি তারানা হালিম।আরো উপস্থিত ছিলেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে এম আবদুল মোমেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেটের বিভাগীয় কমিশনার ড. জামাল উদ্দিন আহমদ, ডিআইজি মিজানুর রহমান, জেলা প্রশাসক জয়নাল আবেদীন।

    এছাড়া উপস্থিত ছিলেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ফিজা এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক সিলেটের কণ্ঠ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম বাবুল, ব্যবসায়ী আতা উল্লাহ সাকের, সদর উপজেলা পরিষদের চেযারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সহ সিলেটের বিশিষ্ট ব্যাক্তিবর্গ প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি